রাজ্য বিভাগে ফিরে যান

হুগলিতে লকেটের প্রচারে গা-ছাড়া ভাব? হারের আতঙ্ক গ্রাস করছে BJP-কে?

March 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি প্রার্থীদেরকে কেন্দ্র করে বাংলার দিকে দিকে বিদ্রোহ আরম্ভ হয়েছে। হুগলির প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরেও চলছে ক্ষোভের আগুন। গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা আসনে দাঁড়িয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হেরে গিয়েছিলেন। সেই হারের ধাক্কা আজও তাড়া করছে বিজেপির নিচুতলার কর্মীদের। হুগলিজুড়ে বিজেপি প্রার্থীর প্রচারে গা ছাড়া ভাব।

সাংসদের বিরুদ্ধে রয়েছে জনসংযোগে অনীহার ভুরি ভুরি অভিযোগ। কর্মীদের মধ্যেও তাঁকে নিয়ে রয়েছে অসন্তোষ। প্রচার শুরু হলেও হুগলিতে বিজেপির প্রচারে জৌলুস উধাও। দলের জেলাস্তরের নেতাদের চিন্তায় ঘুম উড়েছে। লকেট চট্টোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে জোর দেওয়ার নিদান দেওয়া হয়েছে।

বুধবার হুগলির পাণ্ডুয়ার খন্যানে বিজেপি সাংসদের নামে পোস্টার পড়েছে। ওই পোস্টারে লেখা হয়েছে, পাঁচ বছর লকেট দিদির দেখা নাই, এবারে তাই বিজেপির ভোট নাই। লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই তাঁর বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হুগলিতে কান পাতলে শোনা যায়, লকেটকে নিয়ে বিজেপির বড় অংশের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। ফের হুগলি আসনে তাঁকে প্রার্থী করায় ছিটেফোঁটা উন্মাদনার দেখা যাচ্ছে না। কর্মীদের উৎসাহের ভাঁটা ভাবাচ্ছে গেরুয়া নেতাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Locket Chatterjee, #west bengal BJP, #hooghly, #loksabha elections 2024

আরো দেখুন