গরুমারা জঙ্গলে জলঢাকা নদীর চরে গন্ডারের চতুর্থ আবাসস্থল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরুমারা জঙ্গল ঘেঁষা জলঢাকা নদীর চরে গন্ডারের চতুর্থ আবাসস্থল গড়ে উঠতে পারে। জানা গিয়েছে, পাতলাখাওয়ায় গন্ডারের তৃতীয় আবাসস্থল তৈরির সমস্ত প্রক্রিয়া শেষ হলেই এলাকায় চতুর্থ আবাসস্থল তৈরি শুরু হবে। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) মুখপাত্র অনিমেষ বসু জানান, গন্ডারের (Rhinoceros) সংখ্যা অনুপাতে বিচরণের জন্যে আরও বেশি এলাকার প্রয়োজন। মর্দা গন্ডারের সংখ্যা বেশি থাকায়, বেশি জায়গা প্রয়োজন বিচরণের জন্য। জলদাপাড়ায় ১২৫ বর্গ কিলোমিটারের কিছুটা বেশি তৃণভূমি রয়েছে। গরুমারাতে আরও জায়গা বাড়লে, গন্ডারের পাশাপাশি সমস্ত বন্যপ্রাণীর ক্ষেত্রেই তা ভাল হবে।
পর্যাপ্ত জল ও ঘাস বন থাকায় এলাকাটি আদর্শ। বন দপ্তরের তথ্য অনুযায়ী, গরুমারা জঙ্গলে মর্দা ও মাদি মিলিয়ে ৫০টির বেশি গন্ডার রয়েছে। কিছু গন্ডার ছোট থাকায় লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।
২০২৫ সালে উত্তরবঙ্গে গন্ডার শুমারি হবে বলে জানা গিয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই আবাস্থলের পদক্ষেপ করা হবে। বন দপ্তর কয়েক বছর আগেই, জলঢাকা ও মূর্তি নদীর চরের বিস্তৃত জায়গাটিকে গন্ডারের আবাসস্থল হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করে। এলাকা পরিদর্শনও হয়ে গিয়েছে।