উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

টিকিট না পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী বারলা এবার জোড়াফুলে? জোর গুঞ্জন আলিপুরদুয়ারে

March 7, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হতেই বাংলাজুড়ে বিজেপিতে বিদ্রোহ আরম্ভ হয়েছে। বিশেষ করে উত্তরে দিশেহারা বিজেপি। লোকসভা ভোটের আগে এহেন বিদ্রোহের আগুনে অস্বস্তিতে কেন্দ্রীয় বিজেপি। প্রার্থী তালিকায় নাম জায়গা হয়নি জন বারলার, উনিশের লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জেতা মোদী মন্ত্রিসভার সদস্য জন বারলা। তাঁর বদলে টিকিট পেয়েছেন মনোজ টিগ্গা। ক্ষোভে ফেটে পড়েছেন বারলা, জোর গুঞ্জন তিনি জোড়াফুলে আসছেন।

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যেই বলছেন, তাঁর ‘টিকিট’ হারানো জন্য দায়ী আলিপুরদুয়ার কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বুধবার সকালে বিজেপি বিধায়ক দীপক বর্মনকে নিয়ে টিগ্গা হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর মান ভাঙাতে। বারলা দেখাই করেননি তাঁদের সঙ্গে। সাফ জানালেন, অন্য কাজে ব্যস্ত আছি। দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা পর ফিরে যান টিগ্গা। মাদারিহাটে রেলের এক অনুষ্ঠানে এদিন টিগ্গাকে দেখা মাত্রই সভাস্থল থেকে বেরিয়ে যান বারলা।

জন বারলার অভিযোগ, অল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন মনোজ টিগ্গা। তাঁর প্রশ্ন, পেট্রল পাম্পের শেয়ার, রিসর্ট, ডাম্পার-সহ বিপুল সম্পত্তি এল কোথা থেকে? তাঁর অভিযোগ, বীরপাড়ায় ডলোমাইটের লোডিং-আনলোডিং ইস্যুতে আন্দোলন করেছিলেন মনোজ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মনোজ নাকি সেটিং করে কাটমানি খেয়েছেন। মনোজের ১৫টি ডাম্পার আছে। প্রচুর জমিরও মালিক বিজেপি বিধায়ক তথা প্রার্থী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আদিবাসীদের জন্য টিগ্গা কিছুই করেননি। কোনও আন্দোলন করেননি। তাঁর দাবি, এত অল্প সময়ে টিগ্গা কীভাবে এত সম্পত্তির মালিক হল, তা নিয়ে খোঁজখবর করা উচিত। তাঁর অভিযোগ, বিধায়কদের একাংশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর ব্যাপারে লাগাতার বদনাম করে গিয়েছেন টিগ্গা। অন্য কোথাও দাঁড়াবেন নাকি টিগ্গার হয়ে প্রচারে যাবেন তিনি? বারলার সাফ জবাব, তিনি তাঁর লোকেদের ছেড়ে কোথায় যাবেন। সব আদিবাসীরা এক হয়ে যাবে। আলিপুরদুয়ারেই থাকবেন। টিগ্গার হয়ে প্রচারে গিয়ে মানুষের কাছে মার খেতে চান না বলেও জানান বারলা।

গোটা আলিপুরদুয়ার তথা ডুয়ার্সে জোর গুঞ্জন, বারলার সঙ্গে যোগাযোগ করছে জোড়াফুল শিবির। তৃণমূলের প্রতীকে বা আদিবাসী বিকাশ পরিষদের নির্দল প্রার্থী হিসেবে জোড়াফুলের সমর্থনে আলিপুরদুয়ার কেন্দ্র প্রার্থী হবেন বারলা। অনুগামীদের নিয়ে বানারহাটে বৈঠকে বসেছিলেন বারলা। সেখানেই স্লোগান দেওয়া হয়, ‘নো ভোট টু মনোজ টিগ্গা’।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #alipurduar, #tmc, #John Barla, #loksabha elections 2024

আরো দেখুন