বিনোদন বিভাগে ফিরে যান

এবার পর্দায় জিনাত আমনের জীবন! খুশি নন অভিনেত্রী?

March 8, 2024 | 2 min read

এবার পর্দায় জিনাত আমনের জীবন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমনের বায়োপিক তৈরি হতে চলছে। অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে বঙ্গতনয়া পায়েল ঘোষকে। ছবির পরিচালক রাজীব চৌধুরী।

ইতিমধ্যেই বায়োপিক নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। বায়োপিক তৈরির খবরে সমাজ মাধ্যমে পরিচালকের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন জিনাত।

জিনাতের কথায়, তাঁর বায়োপিক দেখানটা বোকামির হবে। ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী। তাঁর কথায়, তিনি আশা করেন তাঁর জীবনকাহিনি পর্দায় তুলে ধরার ক্ষেত্রে পরিচালক স্পর্শকাতর হবেন। সাহসী লেখক বা অভিনেতা প্রয়োজন তাঁর বায়োপিকের জন্য।

সোশাল মিডিয়ার পোস্টে তিনি আরও লেখেন, একজন বয়স্কা মহিলার কথা বলে এটাকে উড়িয়ে দিতেই পারেন। তবে তাঁকে আড়ালে রেখে তাঁর বায়োপিক তৈরি করাটা বোকামির হবে। কারণ হিসেবে জিনাতের দাবি, তাঁর মতো করে কেউ তাঁকে চেনে না। তাই তাঁর ইনপুট ছাড়া এ বিষয়ে যেকোনও গবেষণা অসম্পূর্ণ হবে। এমনকী বিভ্রান্তিকরও দাঁড়াতে পারে।

জিনাতের দাবি, তিনি বাজি রেখে বলতে পারেন, তাঁর সম্পর্কে যেসমস্ত তথ্য পাবলিক ডোমেন রয়েছে, তার বাইরে গিয়েও একটা অন্য জগৎ রয়েছে, যা শুধু তাঁর কাছেই পরিচিত। নিজের জীবন সফরকে বেশ আকর্ষণীয় বলছেন অভিনেত্রী। আরও লেখেন, অপরিচিতরা বায়োপিক তৈরি করছে বলে তিনি বাঁধা দিচ্ছেন না। সেক্স সিম্বল বলে যে ট্যাগটা তাঁর নামের পাশে আছে, তা আজ ৫০ বছর পরও নাড়ানো অসম্ভব। ভুল গল্পকারের হাতে পড়েলে পরিণতি আরও মারাত্মক হবে বলেই আশঙ্কা।

শোনা যাচ্ছে, এ ছবি বায়োপিক নয়। জিনাত অভিনীত ছবিগুলো থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হবে সিনেমা। আপাতত প্রাথমিক স্তরেই রয়েছে ছবির ভাবনা। মে মাসে লন্ডনে ছবির শুটিং হবে। প্রি প্রোডাকশনের নানান কাজ চলছে এখন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biopic, #Bollywood, #Zeenat Aman, #Payal Ghosh

আরো দেখুন