দেশ বিভাগে ফিরে যান

International Women’s Day 2024: পদবি পরিবর্তনের জন্য স্বামীর অনুমতির প্রয়োজন হবে কেন? উঠল প্রশ্ন

March 8, 2024 | < 1 min read

পদবি পরিবর্তনের জন্য স্বামীর অনুমতির প্রয়োজন হবে কেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নরেন্দ্র মোদীর সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বিয়ের আগের পদবি ব্যবহার করতে হলে বিবাহিত মহিলাদের স্বামীর ‘অনুমতি পত্র’ লাগবে। যা নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী মুখে নারীর ক্ষমতায়নের কথা বলেন। যা মিথ্যার অপলাপ ছাড়া আর কিছু নয়। এই আইন নারী বিদ্বেষের নির্লজ্জ উদাহরণ। তিনি উল্লেখ করেছেন, মোদি সরকারের নয়া নির্দেশ অনুযায়ী মহিলাদের পদবি পরিবর্তন করতে হলে — (১) বিবাহ বিচ্ছেদের প্রমাণের প্রত্যায়িত কপি বা (২) স্বামীর কাছ থেকে অনুমতি পত্র দিতে হবে। যা নারী স্বাধীনতার পরিপন্থী। গোখলে বলেছেন, কীসের ভিত্তিতে এই নারী বিদ্বেষী আইন আনা হল, তা জানতে কন্ট্রোলার অব পাবলিকেশনসকে চিঠি লিখেছেন। সাংসদের প্রশ্ন, পদবি পরিবর্তনের জন্য একজন মহিলাকে কেন স্বামীর অনুমতি নিতে হবে।

ইতিমধ্যেই দিব্যা মোদী নামে এক মহিলা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। আদালত কেন্দ্রের মতামত জানতে চেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Husbands, #wives, #surname change, #surnames, #International Women's Day 2024

আরো দেখুন