দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় মনোনীত ইসফোসিস কর্তা নারায়ণ-জায়া লেখিকা সুধা মূর্তি

March 8, 2024 | < 1 min read

রাজ্যসভায় মনোনীত ইসফোসিস কর্তা নারায়ণ-জায়া লেখিকা সুধা মূর্তি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখিকা, সমাজকর্মী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করলেন। সুধা মূর্তি (Sudha Murty) ইসফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী। ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুধার আরেকটি পরিচয় হল, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাশুড়ি।

সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশিষ্ট নাগরিক হিসেবে তাঁকে রাজ্যসভায় (Rajya Sabha) মনোনীত করলেন রাষ্ট্রপতি।
এর আগে একাধিকবার তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা সৃষ্টি হয়েছিল। তিনি মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন। মনে করা হচ্ছিল তাঁকে হয়ত আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sudha Murty, #Rajya Sabha

আরো দেখুন