রাজ্য বিভাগে ফিরে যান

নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন! কোথায় দাঁড়াচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

March 9, 2024 | < 1 min read

কোথায় দাঁড়াচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরই বিচারপতির আসন ছেড়ে পদ্ম পতাকা ধরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

গতকালই সল্টলেকের বিজেপি (BJP) কার্যালয়ে গিয়ে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। কোথা থেকে প্রার্থী হবেন প্রাক্তন বিচারপতি? জল্পনা চলছে। এরই মধ্যে নন্দীগ্রামের (Nandigram) দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে তাঁর নাম, মনে করা হচ্ছে বিজেপির টিকিটে তমলুকের প্রার্থী হবেন তিনি।

বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বিচারপতি। সাফ জানা, কোথায় প্রার্থী হবেন, তা দল ঠিক করবে। তমলুকে তিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে দলের অন্দরে। নন্দীগ্রামের দেওয়াল লিখনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তাঁর নাম লেখা হয়েছে। নন্দীগ্রামে দেওয়াল লিখন নজরে আসতেই আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি এখনও তমলুকের প্রার্থীর নাম ঘোষণা করেনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তমলুকের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের নাম ঠিক করে। তাদের দাবি, কর্মীরা আবেগপ্রবণ হয়েই দেওয়াল লিখে ফেলেছেন। দলীয়ভাবে এখনও কোনও নির্দেশ নেই।

প্রার্থী পদ প্রসঙ্গে; সদ্য প্রাক্তন বিচারপতি বলেন, দলের সর্বোচ্চ নেতারা স্থির করবেন। কিন্তু তমলুকের প্রার্থী হিসেবে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হতেই রাজনৈতিক মহল ভাবছে জল্পনা এবার সত্যি হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Abhijit Gangopadhyay, #loksabha elections 2024, #bjp

আরো দেখুন