← দেশ বিভাগে ফিরে যান
পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার হঠাৎ করেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল (Arun Goel)। এদিকে ৩ জন নির্বাচন কমিশনারের মধ্যে একটি পদ আগে থেকেই খালি ছিল।
এর ফলে নির্বাচন কমিশনের হাতে এখন মাত্র ১ জন প্রধান নির্বাচন কমিশনার (Election Commissioner)।
মোদী সরকার একটি নতুন আইন প্রবর্তন করেছে যেখানে নির্বাচন কমিশনাররা এখন প্রধানমন্ত্রী মোদী এবং তার দ্বারা নির্বাচিত ১ জন মন্ত্রীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নিযুক্ত হবেন।
তাই, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, আজকে অরুণ গোয়েলের পদত্যাগের পরে মোদী সরকার এখন ৩ নির্বাচন কমিশনারের মধ্যে ২ জনকে নিয়োগ করতে পারে, যাতে সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা।