খেলা বিভাগে ফিরে যান

ধর্মশালায় আড়াই দিনে ইনিংস এবং ৬৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

March 9, 2024 | 2 min read

ধর্মশালায় আড়াই দিনে ইনিংস এবং ৬৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেস্ট সিরিজ জেতা হয়ে গিয়েছিল আগেই। ধর্মশালায় শনিবার আড়াই দিনে টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতল ভারত। এদিন চায়ের বিরতির আগেই ১৯৫ রানে অলআউট ইংল্যান্ড। ইনিংস এবং ৬৪ রানে জিতল ভারত (India)।

হায়দ্রাবাদে প্রথম টেস্ট হার দিয়ে সিরিজ শুরু করার পর অসামান্য কামব্যাক করল ভারত। বিরাট কোহলি, কেএল রাহুলের মতো ক্রিকেটারদের ছাড়াই পরপর চার টেস্ট জিতে ৪-১ এ সিরিজ জিতল রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ব়্যাঙ্কিংয়ের দিক থেকে আরও কিছুটা এগিয়ে দেবে ভারতকে।

শনিবার, ইংল্যান্ডের (England) দ্বিতীয় ইনিংসে একাই লড়লেন জো রুট। বাকিরা কেউ রান পায়নি। ৮৪ রান করে আউট হন রুট। নিজের ১০০তম টেস্টে মোট ৯ উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে চার, দ্বিতীয়তে পাঁচ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামান কুলদীপ। তুলে নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে সেই কাজটা সারেন অশ্বিন। আর ব্যাট করতেই নামতে হয়নি ভারতকে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৭৭ রান তোলে ভারত। রোহিত শর্মা এবং শুভমন গিলের জোড়া শতরানে ভর করে ২৫৯ রানের লিড নেয় ভারত। টেস্টে নিজের ১২তম সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। ৩টি ছয়, ১৩টি চারের সাহায্যে ১৬২ বলে ১০৩ রান করে আউট হন। অনবদ্য শুভমন গিলও। ১৫০ বলে ১১০ রানের ইনিংস খেলেন। সেখানে ছিল ৫টি ছয়, ১২টি চার। রান পান যশস্বীও। ৫৭ করেন ভারতের তরুণ ওপেনার। অভিষেক টেস্টে সফল দেবদত্ত পাডিক্কল। অর্ধশতরান পান বাঁ হাতি। ১টি ছয়, ১০টি চারের সাহায্যে ১০৩ বলে ৬৫ রান করেন। টেস্টে তৃতীয় অর্ধশতরান তুলে নেন সরফরাজ খান। ৬০ বলে ৫৬ রানের মারমুখী ইনিংস খেলেন। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন কুলদীপ (৩০) এবং বুমরা (২০)। বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড করেন জেমস অ্যান্ডারসন। ৫ উইকেট নেন শোয়েব বশির। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে আত্মসমর্পণ স্টোকসদের। নিজের একশোতম টেস্টে ৭৭ রানে ৫ উইকেট নেন ভারতীয় স্পিনার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India Vs England, #5th Test Match

আরো দেখুন