রাজ্য বিভাগে ফিরে যান

দিলীপ’হারা মেদিনীপুর! আদৌ প্রার্থী তালিকায় ঠাঁই হবে BJP-র প্রাক্তন রাজ্য-সভাপতির?

March 9, 2024 | < 1 min read

দিলীপ’হারা মেদিনীপুর! আদৌ প্রার্থী তালিকায় ঠাঁই হবে BJP-র প্রাক্তন রাজ্য-সভাপতির?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দফায় রাজ্যের ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফার তালিকায় নাম ছিল না বঙ্গ বিজেপির উত্থানের কারিগর তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। যা ঘিরে নানা জল্পনা চলছিল। শোনা যাচ্ছে, মেদিনীপুর নয়, অন্য কেন্দ্রে হয়ত প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুর আসনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি (BJP)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। গুঞ্জন, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিট নাও দেওয়া হতে পারে। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে ওই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলেই খবর।

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রার্থী হন দিলীপ ঘোষ। ১৯৮২ থেকে ২০১১ সাল পর্যন্ত একটানা খড়গপুরের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুরে মানস ভুঁইয়াকে পরাজিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের আমলে সুসময় দেখে বঙ্গ বিজেপি। আঠারো জন এমপি থেকে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সবই দিলীপের আমলে কিন্তু অধুনা শোনা যায়, শুভেন্দু গোষ্ঠীর চাপে দলে কোণঠাসা দিলীপ ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #Loksabha Election 2024, #midnapore, #bjp

আরো দেখুন