রাজ্য বিভাগে ফিরে যান

দল ছাড়বেন চিরঞ্জিত? তারকা-বিধায়কের প্রস্থানের কারণ কী?

March 9, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের আগেই কি তৃণমূল ছাড়তে চলেছেন দলের তরকা-বিধায়ক চিরঞ্জিত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও দল ছাড়বেন এক তৃণমূল বিধায়ক? লোকসভা নির্বাচনের (Loksabha election) আগেই কি তৃণমূল ছাড়তে চলেছেন দলের তরকা-বিধায়ক চিরঞ্জিত? জল্পনা শুরু হয়েছে। তবে দলবদল নয় নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ।

জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ২০১১ সালে প্রথম বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। পরপর তিনবার ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিনি। সামনেই লোকসভা নির্বাচন, এমন সময়ে বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কেবল দল নয় রাজনীতিও ছাড়তে চাইছেন। তবে তাঁর দাবি, তৃণমূল (TMC) থেকে বেরিয়ে অন্য দলে যাওয়ার সম্ভাবনা নেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারকা বিধায়ক। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতবার তিনি হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন ছেড়ে দিন, উনি তাঁকে ছাড়তে চান না। এটা তাঁর কাজ নয়। তবে আর নয়, এবার তিনি ছাড়বেন। তিনি বলেন, আমেরিকায় গিয়ে মেয়ের কাছে থাকবেন। বাংলার আসবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, মুখে বললেও ছাড়তে ইচ্ছে করে না। জনতার কাছে বারবার ছুটে আসেন। এলাকার উন্নয়ন তো চোখে পড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #barasat, #tmc, #politics, #Chiranjeet Chakraborty, #Loksabha Election 2024

আরো দেখুন