ডার্বি জিতে ISL-এর ১ নম্বরে মোহনবাগান, দশে নামল ইস্টবেঙ্গল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি আয়োজিত হয়েছিল। আর কলকাতা ডার্বি মানেই তো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই।
আজ প্রথমার্ধের ১৩,১৫ এবং ২৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন মোহনবাগানের গোলকিপার Kaith, ইস্টবেঙ্গলের মিডফিল্ডার ছেত্রী ও ডিফেন্ডার প্যান্টিক। এরপর ২৭ মিনিটের মাথায় প্রথম গোল করে কামিন্স মোহনবাগানকে এগিয়ে দেয়। ৩৬ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করেন Colaco। ৪৫+৩ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন পেত্রাতোস। বিরতির আগেই মোহনবাগান ৩-০ এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধ শুরুর ৮ মিনিটের মাথায় অর্থাৎ ৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন Crespo। এরপর দ্বিতীয়ার্ধে কেউ গোলের মুখ খুলতে পারেনি। ৯০ মিনিটের শেষে ইস্টবেঙ্গলকে ৩-১ হারিয়ে ডার্বি জয় করল মোহনবাগান। ডার্বি জিতে ISL-এর ১ নম্বরে মোহনবাগান, দশে নামল ইস্টবেঙ্গল।