নাগপুরে BJP-র কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত এক মহিলা, আহত চার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির কর্মসূচিতে তুমুল বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা। জানা যাচ্ছে, অন্তত চারজন গুরুতর আহত হয়েছে। বিজেপির নাগপুর শাখা রেশিমবাগে বাসনপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। বাসনপত্র বিতরণের খবর দ্রুত ছড়িয়ে পড়ায়, নানান প্রান্ত থেকে মানুষ অনুষ্ঠানস্থলে সমবেত হন। হুড়োহুড়ি পড়ে যায়। জনৈকা মনু তুলসীরাম রাজপুত পড়ে গিয়ে পদপিষ্ট হন, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও চারজন মহিলা জখম হয়েছেন।
উল্লেখ্য, এর আগেও বিজেপির একাধিক কর্মসূচিতে এমন ঘটনা ঘটেছে। বিগত বছর এপ্রিলে, মহারাষ্ট্র সরকারের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন শতাধিক মানুষ। ২০২২ সালে ডিসেম্বরে, আসানসোলে বিজেপির শীত বস্ত্রবিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন তিনজন।