হাত-হাতুড়ি জোটে জট! কী বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যেকোনও মুহূর্তে ঘোষিত হতে পারে লোকসভা ভোট। তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও আংশিক প্রার্থী তালিকা দিয়েছে কিন্তু বাম, কংগ্রেসের অবস্থা কী? আদৌ কি তাদের জোট হচ্ছে?
রবিবার উলুবেড়িয়া থেকে বাম-কংগ্রেস জোট সম্পর্কে বামফ্রন্ট (Bamfront) চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) জানান, কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট এখনও চূড়ান্ত হয়নি। কংগ্রেস (Congress) নিজেদের সিদ্ধান্ত জানায়নি এখনও। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছেন না বলেই জানান ফ্রন্ট চেয়ারম্যান। সিপিএমের (CPM) একটি পার্টি অফিস উদ্বোধন উপলক্ষ্যে উলুবেড়িয়া গোরুহাটায় এক জনসভায় ভাষণ দেন প্রবীণ বাম নেতা।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিমান বসু বলেন, সামনেই নির্বাচন। সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে। দেশের বিপদের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের পরামর্শও নিতে হবে। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। কাউকে তাচ্ছিল্য করা চলবে না।