Weather Update: কবে আমূল পাল্টে যাবে বাংলার আবহাওয়া? জানুন পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বসন্তে প্রখর রোদ, দিনে অব্যাহত হাঁসফাঁস গরমের দাপট। চলতি সপ্তাহেই ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। গৌড়বঙ্গের জেলাগুলিতে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে এখন পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সপ্তাহের শেষের দিকে ব্যাপক হারে গরম বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে যাবার সম্ভাবনা।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
বসন্তেই ব্যাপক হারে গরম বৃদ্ধি পাবে, তাপমাত্রা এমন হারে বৃদ্ধি পেলে। চলতি সপ্তাহে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। সপ্তাহের শেষে গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।