ভোট ঘোষণার আগে বাংলা থেকে ‘স্লিপার’ বন্দে ভারত চালু করতে মরিয়া মোদী সরকার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নয়া সংসদ ভবন, রাম মন্দির, সিএএ (CAA) একে একে তুরুপের তাস বের করেছে মোদী সরকার। এবার বাকি স্লিপার ক্লাস বন্দে ভারত। তা চালু করতে মরিয়া মোদী সরকার (Modi Govt)। লোকসভা নির্বাচন ঘোষণার আগে কি বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চালু করা যাবে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নয়াদিল্লির রেলভবনে। লোকসভা ভোটে বন্দে ভারতকে এজেন্ডা করতে মরিয়া বিজেপি। বন্দে ভারত ট্রেনের ‘স্লিপার’ (Sleeper) ভার্সন চালুর জন্য জরুরি বৈঠকে বসতে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মঙ্গলবার সারা দেশে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করেছেন মোদী। পাটনা-এনজেপি রুটেও একটি ট্রেন চালু হয়েছে। অনুষ্ঠান শেষে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন নিয়ে জরুরি রিভিউ মিটিং করেন অশ্বিনী বৈষ্ণব। শোনা যাচ্ছে, দিল্লি-কলকাতা রুটে ‘স্লিপার’ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। তারপর দিল্লি-মুম্বই রুটে চালু হবে।
মন্ত্রিসভার অনুমোদনের পর দু’টি রুটে ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার করতে পদক্ষেপ নিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছিলেন, বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই উদ্বোধন হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি একেবারেই অনুকূল নয়, তা মানছেন রেল বোর্ডের শীর্ষ আধিকারিকরা। মার্চের মধ্যে বন্দে ভারতের স্লিপার ক্লাস চালু না হলে, মোদী সরকারের ‘টার্গেট’ অধরা থেকে যাবে। সেক্ষেত্রে বাড়তি উদ্যোগ নিচ্ছে রেল বোর্ড। অন্যদিকে, সেমি-হাইস্পিড ট্রেন নিয়ে মোদী সরকারকে চরম কটাক্ষ করেছেন বন্দে ভারত ট্রেনের রূপকার এস মনি। সমাজ মাধ্যমে মনি লিখছেন, বন্দে স্লিপার ২০২৩ সালে চালু হওয়ার কথা ছিল। তারপর তা ২০২৪ সালের মার্চে এল সময়। তা চালু করতে আরও ছ’মাস লাগবে। ২০২৪-র মাঝামাঝিও হবে না। কার-বডির ছবি প্রকাশ করে উদ্বোধনের কথা বলা হচ্ছে।