রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে BJP কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ, এবার নির্দলে দাঁড়াবেন দলের জেলা কমিটির প্রাক্তন সদস্য

March 14, 2024 | < 1 min read

আসানসোলে BJP কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ, এবার নির্দলে দাঁড়াবেন দলের জেলা কমিটির প্রাক্তন সদস্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসানসোল কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক নায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপর আসানসোলে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে নানামহলে বিভিন্ন জল্পনা চলছে। দাবি উঠছে আসানসোলের ভূমিপুত্র এবং প্রবীণ বিজেপি কর্মীদের কাউকে প্রার্থী করা হোক। প্রার্থী নিয়ে আসানসোলের (Asansol) বিজেপি কর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা প্রকাশ্যে চলে আসছে।

এরইমধ্য নতুন বিড়ম্বনায় পড়েছে বিজেপি। এবার ভোট-ময়দানে নেমে পড়েছেন আদি বিজেপির (BJP) মুখ বলে রাজনৈতিক মহলে পরিচিত সুজিত পাল (Sujit Pal)। তিনি বিজেপির প্রাক্তন জেলা কমিটির সদস্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দল প্রার্থী হিসাবে প্রচার শুরু করে দিয়েছেন সুজিতবাবু। গত বিধানসভা নির্বাচনেও জামুড়িয়া বিধানসভার কো-কনভেনার ছিলেন তিনি। তাঁর দাবি, পুরনো দিনের বিজেপি কর্মীরা সকলেই তাঁর পাশে রয়েছেন। তাই ভোটে লড়ার সাহস দেখিয়েছেন। যদিও বিজেপি মুখরক্ষা করতে নেমে সুজিত-ইস্যুকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #independent candidate, #Loksabha Election 2024, #Sujit Pal

আরো দেখুন