রাজ্য বিভাগে ফিরে যান

সুকান্তদের টালবাহানার জন্যই কী BJP-র দ্বিতীয় তালিকায় বাংলা থেকে কোনও নাম নেই?

March 14, 2024 | 2 min read

BJP-র দ্বিতীয় প্রার্থী তালিকায় নেই বাংলার নাম, হতাশা নিচুতলার কর্মীদের মধ্যে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, দাদরা-নগর হভেলী, দমন-দিউ, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডের মোট ৭২ জন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। তবে প্রথম প্রার্থিতালিকায় ১৯৫ জনের মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেলেও বুধবার পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও প্রার্থীর নাম ঘোষিত হয়নি।

প্রথম দফায় ২০ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর উৎসাহ বেড়েছিল বিজেপি কর্মীদের। তৃণমূলের আগেই প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় ওই কেন্দ্রগুলিতে জোরকদমে প্রচারও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু গেরুয়া শিবিরের সেই উচ্ছ্বাস যেন ধীরে ধীরে বিষাদে পরিণত হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার তিনদিন পরও দ্বিতীয় দফার তালিকা আসেনি বিজেপির। দ্বিতীয় তালিকা এখন প্রকাশ্যে না আসায় হতাশ দলের নিচুতলার কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাওয়ায় দেওয়াল লেখা, প্রচারে নেমে পড়া এসব ক্ষেত্রে রাজ্যের শাসকদল অনেকটাই এগিয়ে গেল।

দ্বিতীয় দফার তালিকা ঘোষণায় এত দেরি কেন? সূত্রের দাবি, রাজ্যের দ্বিতীয় তালিকা নিয়ে এখনও বেশ কিছু চিন্তাভাবনার জায়গা রয়েছে গেরুয়া শিবিরের। একাধিক আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা যায়নি। হয়, ওই কেন্দ্রগুলিতে কাকে প্রার্থী করা হবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। নাহয় কিছু কিছু প্রার্থীর কেন্দ্র বাছাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বিজেপি (BJP) সূত্র বলছে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত। শুধু দু’একটি কেন্দ্র নিয়ে এখনও আলোচনার জায়গা রয়েছে। তাছাড়া সমস্যার আরও একটা জায়গা হল, অর্জুন সিং। তাঁকে দলে নেওয়া নিয়ে বিজেপির অন্দরে এখনও দোটানা রয়েছে। দলে নেওয়া হলেও তিনি নিজে প্রার্থী হবেন নাকি তাঁর ছেলেকে টিকিট দেওয়া হবে সেটা নিয়েও সংশয় আছে। তাছাড়া কয়েকজন নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁদের কোন কেন্দ্রে প্রার্থী করা হবে সেটা এখনও চূড়ান্ত নয়। তবে বঙ্গ বিজেপি নেতৃত্বের আশ্বাস, শুক্রবারের মধ্যেই তালিকা প্রকাশ্যে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Narendra Modi, #Amit shah, #bjp, #suvendu adhikari, #Lok Sabha Election 2024, #Sukanta Majumdar

আরো দেখুন