নির্বাচনী প্রচারে ঝড় তুলছে দেওয়াল লিখন-কার্টুন-ছড়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারে ঝড় তুলছে দেওয়াল লিখন, কার্টুন, ছড়া। কোনও দলই পিছিয়ে নেই। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে কার্টুন চিত্র। শহরের রাজপথ থেকে জেলার অলিগলিতে শিল্পীর নিপুন হাতে তুলির টানে ফুটে উঠছে কারও গুণগান। কারও বদনাম!
রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণার পরই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যাঁরা একটু আঁকার হাত রয়েছে তাঁরাই মূলত এই কাজ শুরু করেন। তবে এবার ‘প্রফেশনাল আর্টিস্ট’ বা পেশাদার শিল্পীদেরও ডাক পড়ছে। বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর ওয়ার্ডে পেশাদার শিল্পীর রঙ-তুলি রাঙিয়ে উঠেছে কীর্তি আজাদের প্রচার।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলিতেও এমনই ছবি নজরে আসছে। ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ, অপরদিকে বিজেপি কিংবা সিপিএমের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তবুও নির্বাচনী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিজেপি, সিপিএম প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লিখতে শুরু করেছে। কোনও দেওয়ালে কার্টুন চিত্রে শুভেন্দু অধিকারী ও মমতার ছবি তুলে ধরা হয়েছে, আবার কোথাও শুভেন্দু অধিকারীকে মীরজাফর আখ্যা দিয়ে কার্টুন করা হয়েছে। এমনকী সন্দেশখালির ঘটনাকেও কার্টুন চিত্রে তুলে ধরেছে বিজেপি। পিছিয়ে নেই বামেরাও।
নজর কাড়ছে কলকাতা দক্ষিণের দেওয়াল লিখন। কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে প্রধানমন্ত্রীকে কার্টুনে কটাক্ষ। কোথাও কার্টুনে দেখা যাচ্ছে, তিনটে কুকর নিয়ে দড়ি হাতে দাড়িয়ে আছেন প্রধানমন্ত্রী। কোথাও মোদী ভক্তদের কটাক্ষ করে লেখা চপ রান্না হচ্ছে। দেশের তদন্ত কারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার আর বিকাশের নামে ভাঁওতা দেওয়ার অভিযোগ তুলেই তৃণমূলের এই কার্টুন আঁকা হয়েছে মহানগরীর রাজপথের দেওয়ালে।