Weather Update: ঝড়বৃষ্টি-বজ্রপাতে তোলপাড় হবে দক্ষিণের এই জেলাগুলো! বঙ্গে তুমুল দুর্যোগের পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল থেকেই কলকাতা এবং তার আশেপাশের এলাকায় আকাশের মুখভার। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, কলকাতা-সহ জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গতকাল থেকেই গরমভাব অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া জারি থাকবে।