রাজ্য বিভাগে ফিরে যান

দিল্লি গিয়ে BJP-তে যোগদান অর্জুন-দিব্যেন্দুর

March 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে জল্পনায় ইতি পড়ল। দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এই যোগ দান পর্ব চলে। উল্লেখ্য, তৃণমূলে টিকিট না পেতেই প্রকাশ্যে ক্ষোভ দেখাতে আরম্ভ করেন বারাকপুরের সাংসদ। প্রায় দু’বছর আগে বিজেপি ছেড়ে জোড়াফুলে ফিরেছিলেন অর্জুন। ফের তিনি পদ্মে ফিরলেন। অন্যদিকে, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতা সাংসদ হলেও, আদৌ তিনি দলে ছিলেন কিনা তা নিয়ে ধন্দ ছিল। এবার অনুষ্ঠানিকভাবে পদ্মে যোগ দিলেন। মনে করা হচ্ছে, অর্জুন ফের বারাকপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন। অন্যদিকে, শোনা যাচ্ছে; তমলুক আসন থেকে ভোটে লড়তে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে দিব্যেন্দুর সংসদীয় রাজনীতিতে ইতি পরার সম্ভাবনা জোরালো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arjun singh, #Dibyendu Adhikari, #West Bengal, #bjp

আরো দেখুন