লোকসভা নির্বাচনে ভোটার পিছু কত খরচ হয়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের লোকসভা নির্বাচন গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ২০১৯-এর লোকসভা নির্বাচনের খরচ বলছে পৃথিবীর কোথাও কখনও ভোট করতে এর চেয়ে বেশি অর্থ খরচ হয়নি। দিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ একটি সমীক্ষা জানিয়েছিল ওই লোকসভা ভোটে খরচ হয়েছিল প্রায় ৬০০ বিলিয়ন। দেশের ৯০ কোটি ভোটারকে কাছে টানতে এই পরিমাণ টাকা খরচ করেছে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি। রিপোর্টের বলছে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে একজন ভোটারের কাছে পৌঁছতে খরচ হয়েছে প্রায় ৭০০ টাকার মতো। আর ১টি লোকসভা কেন্দ্রের জন্য খরচ হয়েছে প্রায় ১ বিলিয়ন।
২০২৪-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর বেশি দেরি নেই। যে কোনও মুহূর্তে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ভারতে ৯৪.৫ কোটি ভোটার নিবন্ধিত। ২০১৯ সালে ভোটর পিছু সর্বোচ্চ ১০০ টাকা খরচ ধরা হয়েছে। তাঁদেরই একমাত্র ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে যাঁরা ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। গত সাধারণ নির্বাচনে যাঁরা নাম নথিভুক্ত করিয়েছিলেন তাঁদের মধ্যে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।