দেশ বিভাগে ফিরে যান

নির্বাচনের আগে আমজনতার মন পেতে পেট্রল, ডিজেলের দাম কমাল মোদী সরকার

March 15, 2024 | < 1 min read

প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে শুল্ক কম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের আগে আমজনতার মন পেতে পেট্রল, ডিজেলের দাম কমাল মোদী সরকার। প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে শুল্ক কম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ফলে প্রতি লিটারে ২ টাকা করে কমতে চলেছে পেট্রল ও ডিজেলের দাম।নতুন দাম চালু হবে ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে।

কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১০৬ টাকা ৩ পয়সা থেকে কমে হয়েছে ১০৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ, দাম কমল দু’টাকার সামান্য বেশি। ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা থেকে কমে হচ্ছে ৯০ টাকা ৭৬ পয়সা। মুখে ‘আব কি বার চারশো পার’-এর স্লোগান তুললেও বাস্তব পরিস্থিতি বিজেপিকে স্বস্তি দিচ্ছে না। সেজন্যই ভোটের আগে মরিয়া হয়েই রান্নার গ্যাসের পর এখন পেট্রল-ডিজেল (Petrol, Diesel) ও দাম কমানোর পথে হাঁটতে হচ্ছে তাদের। আর মোদীর এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, তিনি নার্ভাস হয়ে পড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Petrol Diesel Prices, #modi govt

আরো দেখুন