পর্যটকদের ভিড় বাড়ছে সুন্দরবনে, লক্ষ্মীলাভ হচ্ছে স্থানীয়দের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরিকাঠামো নিয়ে বহু অভিযোগ থাকলেও রাজ্যের পর্যটন মানচিত্রে সুন্দরবন বরাবরই আকর্ষণীয় গন্তব্য। রয়্যাল বেঙ্গল টাইগার (tiger) দেখতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে সুন্দরবনে। শীতকালে সেই ভিড় অনেকটা বেড়ে যায়। দক্ষিণরায়ের দর্শন না পেলেও, দেশের একমাত্র নদীপথে ম্যানগ্রোভ সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফেরেন অনেকেই।
করোনা পর্বে অন্যান্য স্থানের মতো সুন্দরবনেও পর্যটকদের যাওয়া-আসায় ভাটা পড়ে। ২০২০-২১ এবং ২০২১-২২ সালে ভিড় এক প্রকার উধাও হয়ে গিয়েছিল। বিরাট লোকসানের মুখে পড়তে হয়েছিল হোটেল ব্যবসায়ী থেকে বোট মালিকদের। কিন্তু করোনার সেই খরা কাটিয়ে সুন্দরবনের পর্যটন শিল্প ঘুরে দাঁড়িয়েছে। গত দু’বছরে দক্ষিণরায়কে দেখতে এই জঙ্গলে ঘুরে গিয়েছেন পাঁচ লক্ষের বেশি পর্যটক। আর তাতে মুখের হাসি চওড়া হয়েছে পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজনের। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ সালে দেড় লক্ষের মতো পর্যটক এসেছিলেন সুন্দরবনে (Sundarbans)। তার পরের বছর সেটা কমে দাঁড়ায় ৫৮ হাজারে। ২০২২-২৩ সালে তিন লক্ষের বেশি এবং ২০২৩-২৪ সালে এখনও পর্যন্ত দু’লক্ষের উপরে পর্যটক এসেছেন বলে জানা গিয়েছে।