বিনোদন বিভাগে ফিরে যান

অসুস্থ Big B, কেন হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে?

March 15, 2024 | < 1 min read

অসুস্থ অমিতাভ বচ্চন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসুস্থ অমিতাভ বচ্চন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর, শুক্রবার সকালে প্রকাশ্যে এসেছে তাঁর অসুস্থতার খবর। ঠিক কী হয়েছে তাঁর, এখনও বিস্তারিত খবর জানা যায়নি।

৮১ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan)। একের পর এক ছবি রয়েছে তাঁর সামনে, এরই মধ্যে হঠাৎ করে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে এল। কয়েক মাস আগেই প্রজেক্ট কে ছবির সেটে চোট পেয়েছিলেন কিংবদন্তি অভিনেতা। তারপর থেকেই মাঝে মধ্যে তাঁর অসুস্থতার খবর মিলছিল। এখন শোনা যাচ্ছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়া যাচ্ছে, শুক্রবার তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে।

শোনা যাচ্ছে, পেরিফেরালের জন্য চিকিৎসা করা হয়। করোনারি হার্টের জন্য নয়। কয়েকটি সূত্র মারফত খবর, তাঁর পায়ে চোটের জন্য অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছিল। হার্টে তেমন কিছুই হয়নি। তবে এখন তিনি কেমন আছেন, তাঁকে কতদিন ভর্তি রাখা হবে, সে’বিষয় কিছুই জানা যায়নি। বচ্চন পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। অমিতাভ বচ্চন সমাজ মাধ্যমে কিছুই জানাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#hospitalised, #amitabh bachchan, #actor, #Bollywood, #veteran actor

আরো দেখুন