রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি কর্মীদের অনলাইনে ছুটির আবেদন জমা দেওয়া এবার বাধ্যতামূলক

March 16, 2024 | < 1 min read

সরকারি কর্মীদের অনলাইনে ছুটির আবেদন জমা দেওয়া এবার বাধ্যতামূলক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার ক্ষেত্রে ছুটির হিসেবে গরমিল হচ্ছে, তাই এপ্রিল মাস থেকে কর্মীদের পোর্টালের মাধ্যমে অনলাইনে ছুটির আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করল অর্থদপ্তর।

একজন সরকারি কর্মী (government employees) অবসর নেওয়ার সময় সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির বেতন পেতে পারেন। তার জন্য ওই সংখ্যক ছুটি জমা থাকতে হয়। কিন্তু এরকম ঘটনাও ঘটছে, যেখানে ছুটির হিসেব ঠিকমতো না থাকার সুযোগ নিয়ে অবসরের সময় এই খাতে বেশি টাকা কেউ কেউ পেয়ে যাচ্ছেন। এর পিছনে সরকারি অফিসে কোনও চক্র সক্রিয় থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল। অর্থদপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে অনলাইনে কর্মীদের ছুটির হিসেব ঠিক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এইচআরএমএস পোর্টাল (HRMS Portal) চালু হওয়ার পর রাজ্য সরকারের সব দপ্তরে সরকারি কর্মীদের ওই পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন জমা পড়া শুরু হয়। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন জমা পড়ছে বলে সরকারি সূত্রের খবর। তাই এবার কড়া হচ্ছে অর্থদপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #govt employees, #leave applications

আরো দেখুন