← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন কবে- জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে লোকসভা নির্বাচনের মধ্যেই। শনিবার লোক সভা নির্বাচনের দিনক্ষণের পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সেই তারিখ। পশ্চিমবঙ্গের ভগবানগোলা এবং বরাহনগরে উপনির্বাচন হওয়ার কথা ছিল । তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুতে ভগবানগোলা কেন্দ্রটিতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে। পাশাপাশি বরাহনগরে উপনির্বাচনহবে করব ইস্তফা দিয়েছেন তাপস রায়। তবে মানিকতলা কেন্দ্র উপনির্বাচন হবেনা কারণ সেখানকার বিধায়ক সাধন পান্ডের প্রয়ানের পর মামলা চলছে আদালতে।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের দিন, অর্থাৎ ৭ মে ভগবানগোলাতেও বিধানসভার উপনির্বাচন হবে। লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের দিন, অর্থাৎ ১ জুন বিধানসভার উপনির্বাচন হবে বরাহনগরে।