রাজ্য বিভাগে ফিরে যান

সঞ্চালনা, শাড়ির ব্যবসা সামলে কত টাকার মালিক দিদি নম্বর ওয়ান রচনা?

March 17, 2024 | 2 min read

সঞ্চালনা, শাড়ির ব্যবসা সামলে কত টাকার মালিক দিদি নম্বর ওয়ান রচনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনীতির ময়দানে অভিষেক হয়েছে রচনা ব্যানার্জীর। এক সময় বাংলার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড়, ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। এক দশকেরও বেশি সময় যাবৎ টেলিভিশন শো সঞ্চালনা করছেন। শোনা যায়, প্রত্যেক এপিসোড পিছুই তাঁর পারিশ্রমিক ১ থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।

টিভি শো ছাড়াও রচনার উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে। তাঁর শাড়ির ব্যবসা ‘রচনা ক্রিয়েশন’ এবং বিউটি প্রোডাক্ট ‘রচনা কেয়ার’ থেকেও আয় হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্ট, শো, ব্র্যান্ড প্রমোশন করেও টাকা উপার্জন করেন অভিনেত্রী।

কলকাতার আরবানা কমপ্লেক্সে থাকেন রচনা। শহরের হাই প্রোফাইল মানুষেরা বসবাস করেন এই আবাসনে। রচনা ব্যানার্জীর মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। শোনা যায়, বর্তমানে রচনা ব্যানার্জীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮২ কোটিরও বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#didi no 1, #Loksabha Elections, #Host, #Saree business, #Actress, #rachana banerjee

আরো দেখুন