চলতি অর্থবর্ষের প্রথম ন’মাস হাজার কোটির বিদেশি বিনিয়োগ বাংলায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় হাজার কোটির বিদেশি বিনিয়োগ এল বঙ্গে। জানা যাচ্ছে, গত ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম ন’মাসে, ৯৪৯ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে বাংলায়। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ থেকে চার বছরে বাংলায় প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। ২০২০-২১ অর্থবর্ষ থেকে নাগাড়ে তিন অর্থবর্ষে এফডিআইয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদিও চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ কিছুটা কম। তবে বিশ্বজুড়ে আর্থিক মন্দার জেরে চলতি অর্থবর্ষে প্রায় সব রাজ্যেই বিদেশি বিনিয়োগ ধাক্কা খেয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থ বছরে বাংলায় এফডিআই এসেছিল ৩ হাজার ১১৮ কোটি টাকার। ২০২১-২২ অর্থবর্ষে আসে ৩ হাজার ১৯৫ কোটি টাকা। গত অর্থবর্ষে বিদেশি বিনিয়োগ পৌঁছয় ৩ হাজার ২১৭ কোটি টাকায়। বিগত তিন অর্থবর্ষে বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে এগিয়েছে বাংলা। এফডিআই টানার নিরিখে দেশে দশম স্থানে রয়েছে বাংলা।