রাজ্য বিভাগে ফিরে যান

ময়দানে নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারেই ভরসা যাদবপুরের BJP প্রার্থীর

March 18, 2024 | < 1 min read

ময়দানে নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারেই ভরসা যাদবপুরের BJP প্রার্থীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার উপরই জোর দিচ্ছেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ( Anirban Ganguly)। কর্মীদের নিদান দিয়েছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে প্রচার ঝাঁজ বাড়ানোর। রবিবার বারুইপুরে বিজেপির যুব সম্মেলনে এসে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এমনই বার্তা দেন। সোশ্যাল মিডিয়া টিম তৈরি করতেও নির্দেশ দিয়েছেন গেরুয়া প্রার্থী। নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধান মুখ, প্রচার তা তুলে ধরার বার্তাও দিয়েছেন অনির্বাণ।

বারুইপুরের ২১৮ বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে যুব সম্মেলন হয়। কর্মীদের উদ্দেশ্যে বিজেপি প্রার্থী বলেন, তিনি মোদীজির প্রার্থী। ১০ বছরে মোদী কী করেছেন, মানুষের কাছে তা তুলে ধরতে বলেন যাদবপুরের বিজেপি (BJP) প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jadavpur, #Narendra Modi, #bjp, #Loksabha Election 2024, #Dr. Anirban Ganguly

আরো দেখুন