নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একে একে অধিকারী বাড়ির সব্বাই অনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা ধরেছেন। এবার প্রকাশ্য মঞ্চ থেকেই ইঙ্গিতপূর্ন হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। সম্প্রতি তাঁর বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কোনও সভা চলছে। সেখানে শিশির অধিকারীকে বলতে শোনা যায়, “ভোট এলেই উনি আঘাত পান। বলেছিলেন, পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি! শুভেন্দু মেরে দিলে বাঁচবে না।”
Like father, like son!
Descending deeper into depravity, @BJP4Bengal MP Sisir Adhikari followed his son's example by ridiculing Smt. @MamataOfficial's injury. With grotesque pride, he suggested that if his son, @SuvenduWB, and his cohorts, had indeed attacked her in Birulia,… pic.twitter.com/65KtjKyBRh
— All India Trinamool Congress (@AITCofficial) March 18, 2024
কার্যত হুমকির সুরে এমনই মন্তব্য করেন প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী। বলাবাহুল্য, তাঁর নিশানা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কীভাবে তিনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুঁশিয়ারি দিচ্ছেন? প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। উল্লেখ্য, বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। সেলাই পড়ে কপালে এবং নাকে। দেশজুড়ে তাবড় নেতারা তাঁর সুস্থতা কামনা করলেও আক্রমণ শানান শুভেন্দু, কদর্য ভাষা ব্যবহার করেন। তারপর বিজেপি (BJP) নেতার বাবাকে দেখা গেল মুখ্যমন্ত্রীকে হুমকি দিতে। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।