শান্তনুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, আদালতে কেন্দ্রীয় মন্ত্রী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সিবিআই ও ইডির মতো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। মমতাবালা বলেন, ‘‘শান্তনু ঠাকুর মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৪৪ লক্ষ টাকার বেশি নিয়েছেন অবৈধ উপায়ে। এই বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। তিনি যদি সত্যিই সৎ হন তা হলে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করে দেখান।’’
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর সম্প্রতি শান্তনু ঠাকুরের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর পদক্ষেপ হিসাবে সেই অ্যাকাউন্ট সিল করে দেয় পুলিশ। ফলে নির্বাচনের আগে স্বভাবতই বেকায়দায় পড়ে যান শান্তনু ঠাকুর। এবার সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু। সোমবার সেই মামলার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত।