লোকসভা নির্বাচনে তলে তলে রাম-বাম জোট হচ্ছে জয়নগরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগর লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ও তৃণমূল কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেনি বাম, কংগ্রেস। বামেদের দাবি, জয়নগর আসনে এবারেও বাম-কংগ্রেস জোট হচ্ছে। সূত্রের খবর, বাম শরিক আরএসপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জয়নগর আসনে। গোসাবার এক শিক্ষকের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জোরালো হচ্ছে এক প্রশ্ন, এবারও কি তলে তলে রাম-বাম আঁতাত হবে? জোর জল্পনা, গতবারে জয়নগরে (Jaynagar) গোপনে রাম-বাম জোট হয়েছিল। সেই মর্মেই প্রকাশ্যে দেওয়াল লিখনও দেখা গিয়েছিল।
এবারেও কি তাই-ই হবে? স্থানীয়স্তরে বাম (Bam Front) ও বিজেপির (BJP) অনেকেই মানছেন জোট হবে। শোনা যাচ্ছে, যে যে বুথে বিজেপির সংগঠনের অবস্থা খারাপ, কিন্তু বামের সংগঠন ভাল, সেখানে বাম-রাম জোটের সম্ভাবনা প্রবল। যদিও দুই দলের নেতৃত্ব তা অস্বীকার করেছেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বলেছেন, কোনও জোটেই কাজ হবে না।
২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়নগরে আরএসপির (RSP) প্রার্থী হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর। তিনি তৃতীয় স্থান পেয়েছিলেন। তৃণমূল (TMC) প্রার্থী প্রতিমা মণ্ডল (Pratima Mondal) ৩ লক্ষ ১৬ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর অসুস্থতার কারণে নির্বাচনে লড়বেন না বলে দলীয় মহলে ইচ্ছা প্রকাশ করেছেন। অনেক নাম চর্চায় থাকলেও সিলমোহর পড়েছে গোসাবার এক শিক্ষকের নামে।
জয়নগর লোকসভার মধ্যে জয়নগর-মজিলপুর পুরসভা কংগ্রেসের গড় বলে পরিচিত। জয়নগর ১ নম্বর ব্লক, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কুলতলি, গোসাবায় কংগ্রেস ও বামেদের ভোট নেই বললেই চলে। বিজেপির অবস্থাও কার্যত গুরুত্বহীন। জয়নগর ২ নম্বর ব্লক, বাসন্তীতে বামের ভোট রয়েছে। সেক্ষেত্রে তলে তলে রাম-বাম জোট হতেই পারে।