রাজ্য বিভাগে ফিরে যান

শান্তনু ঠাকুরকে গাঁজাখোর বলে গালিগালাজ করছেন বিজেপি বিধায়ক! ভাইরাল অডিও ক্লিপ

March 20, 2024 | < 1 min read

শান্তনু ঠাকুরকে গাঁজাখোর বলে গালিগালাজ করছেন বিজেপি বিধায়ক!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে গালিগালাজ করছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। নির্বাচনের মুখে এরকমই একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ওই অডিও ক্লিপে অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করতে শোনা গেছে। হরিনঘাটার বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন, ”বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।” এই অডিওর সত্যতা দৃষ্টিভঙ্গি যাচাই করেনি।

এই অডিও যদি সত্যি হয়, তাহলে যেভাবে দলের সাংসদ তথা প্রার্থীর বিরোধিতা করছেন অসীম সরকার, সেটা লোকসভা নির্বাচনের আগে বিজেপি’র (BJP) বড় অস্বস্তির কারণ হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asim sarkar, #Loksabha Election 2024, #loksabha elections 2024, #Viral video, #bjp, #Shantanu thakur, #BJP MLA, #audio clip

আরো দেখুন