← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় বিকেলে ঝড় বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস। ৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে, ঝোড়ো বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থাকবে।