শ্রীরামপুরে বাম প্রার্থী দীপ্সিতার প্রচার উদ্বেগ বাড়াচ্ছে BJP-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এত দিন বামের ভোট রামে গিয়েছে বলে শোরগোল চলত বাংলার রাজনীতিতে। এ বার, সেই রামে চলে যাওয়া ভোটের পাশাপাশি, তৃণমূলের ভোটও বাম-বাক্সে ঢুকে পড়তে চলেছে বলে দাবি করে প্রচার শুরু করে দিলেন শ্রীরামপুরের সিপিএম (CPIM) প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। তাঁর দাবি, অর্জুন সিংহদের দলবদল দেখতে দেখতে মানুষ ক্লান্ত। তাই বামেদের ফের স্বমহিমায় ফেরাটা শুধু সময়ের অপেক্ষা।
প্রার্থী হতেই দাপিয়ে বেড়াতে শুরু করেছেন বাম ছাত্রনেত্রী দীপ্সিতা ধর। তরতাজা নেত্রীকে পেয়ে কর্মীরাও ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যত ঝাঁঝ বাড়ছে বামেদের, ততটাই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। এমনিতেই শ্রীরামপুর (Serampore) লোকসভা আসনে বরাবরই বিজেপির ‘বিধি বাম’। অতীতে মুম্বই থেকে বাপি লাহিড়ীকে এনেও বাজিমাত করতে পারেনি পদ্মপার্টি। গত বিধানসভা ভোটে বাংলা সিনেমার এক নায়ককে চণ্ডীতলায় নামালেও পদ্ম ফোটেনি।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বরাবরই সাংগঠনিকভাবে দুর্বল বিজেপি (BJP)। সাম্প্রতিক কয়েকটি ভোটে বৈতরণী পার করতে না পারলেও তাদের অগতির গতি হয়েছিল নিচুতলার বামভোট। কিন্তু দীপ্সিতাকে নিয়ে বামকর্মীদের দাপাদাপির জেরে সেই গুড়ে আপাতত বালির সম্ভাবনাই প্রবল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।