শিয়রে নির্বাচন, প্রার্থী খুঁজতে নাজেহাল BJP, কবে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আর এক মাস সময়ও বাকি নেই ভোটের কিন্তু এখনও সব আসন প্রার্থী ঠিক করতে পারছে না বিজেপি। দফায় দফায় বৈঠক হচ্ছে কিন্তু কোন্দল মিটছে না। অন্যদিকে, পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থী বাছাই নিয়ে এখনও নাজেহাল বিজেপি। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি। উল্লেখ্য, প্রথম দফায় ১৯৫টি এবং দ্বিতীয় দফায় ৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
বারবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক পিছিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজ্যে শরিকরাও জটিলতা বাড়াচ্ছে। বিজেপির দলীয় সূত্রে খবর, আগামী ২২ মার্চ, শুক্রবার সন্ধ্যায় হয়ত বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। মনে করা হচ্ছে, বৈঠকের দু’-একদিনের মধ্যেই বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। পদ্ম পার্টির অন্দরের খবর, জোট-জটিলতার জেরে প্রার্থী তালিকা প্রকাশ করতে খাবি খাচ্ছে বিজেপি। দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ির মতো বাংলার একাধিক আসনে যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির। বিজেপি সাংসদ থাকা সত্ত্বেও কেন এত ঝামেলা হচ্ছে আসনগুলোতে? উঠছে প্রশ্ন।