বিরোধী নেতানেত্রীদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ভোটের লড়াইয়ে নামাচ্ছে BJP
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটকে কার্যত মেগা সিরিয়াল বানিয়ে ফেলেছে বিজেপি। ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল নেতানেত্রীদের বিরুদ্ধে তাঁদেরই পরিবারের সদস্যকে বেছে বেছে প্রার্থী করছে বিজেপি (BJP)। ভোটের লড়াই কার্যত পারিবারিক ইগো রক্ষার লড়াইতে পরিণত হয়েছে, সৌজন্যে বিজেপি। ঝাড়খণ্ডে শ্বশুর শিবু সোরেনের তৈরি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হেমন্ত সোরেনের দাদা দুর্গা সোরেনের স্ত্রী সীতা সোরেন (Sita Soren)। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান মুখ হেমন্তর স্ত্রী কল্পনা সোরেন (Kalpana Soren)। লোকসভা ভোটে একই বাড়ির দুই বধূ, কল্পনা সোরেন বনাম সীতা সোরেন মুখোমুখি হচ্ছেন। শিবুর সোরেনের পর, তাঁর বড় ছেলে দুর্গা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হবেন, এমন প্রত্যাশা ছিল। ২০০৯ সালে তাঁর আকস্মিক মৃত্যুর পর ছোট ছেলে হেমন্তর উত্থান ঘটে। তাঁর স্ত্রী কল্পনা সামনের সারিতে এসে পড়েন, যা হজম করতে পারেননি সীতা। হেমন্ত গ্রেপ্তারির পর আরও শক্তিশালী হয়েছেন কল্পনা। সীতা সোরেন মনে করছেন তিনি উপেক্ষিত।
মহারাষ্ট্রে শরদ পাওয়ার ছিলেন এনসিপি দলের একচ্ছত্র সেনাপতি। বিজেপি পাওয়ার পরিবারে ভাঙন ধরিয়ে, ভাইপোকে কেড়ে নিয়েছেন। কাকা-ভাইপোর লড়াই আরও জোরালো হয়েছে। পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলের (Supriya Sule) প্রতিপক্ষ হিসেবে খুড়তুতো বউদি সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) প্রার্থী করা হচ্ছে। ননদ বনাম বউদির লড়াই বাঁধাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, উদ্ধব বনাম একনাথ সিন্ধের লড়াইয়ে রাজ ঠাকরেকেও নামাচ্ছে বিজেপি।
উত্তরপ্রদেশের মইনপুরী মুলায়ম সিং যাদবের গড়। তাঁর পুত্রবধূ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল (Dimple Yadav) সেই কেন্দ্র থেকেই সাংসদ। দীর্ঘদিন ধরেই অখিলশে এবং তাঁর ভাই প্রতীক যাদবের মধ্যে সদ্ভাব নেই। শোনা যায়, প্রতীকের স্ত্রী অপর্ণা যাদব (Aparna Yadav) মইনপুরী থেকে বিজেপি প্রার্থী হতে পারেন।