রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের ডিজিপি-র পর এবার ৪ জেলাশাসককে সরানোর নির্দেশ EC-র- কেন জেনে নিন

March 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৪-এর সাধারণ নির্বাচনের তারিখ আগেই ঘোষণা হয়ে গেছে। নির্বাচনী আচরণ বিধি চালু হতেই, কয়েকদিন আগেই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে বদল এনেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন এবার এ রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিল। যে জেলাগুলিতে জেলাশাসকের বদল করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি হলো হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম।

কমিশন সূত্রে খবর, ওই চার জেলার জেলাশাসকেরা কেউই IAS ক্যাডারের অফিসার নন। এঁরা প্রত্যেকেই ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি পেয়ে আইএএস হয়েছেন, জেক বলা হয় প্রোমোটি IAS। এই কারণেই জেলাশাসক পদ থেকে এদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #Eci, #District magistrate, #DGP, #West Bengal

আরো দেখুন