জোড়া বহুতলের মাঝে পাঁচ ফুট চওড়া বাড়ি! নির্মাণ নিয়ে আঁধারে KMC-র বিল্ডিং বিভাগ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জোড়া বহুতলের মাঝে পাঁচ ফুট চওড়া আরেকটি ঘুপচি বহুতল, এমন অদ্ভুত নির্মাণের দেখা মিলেছে গার্ডেনরিচে। সম্প্রতি গার্ডেনরিচে আজহার মোল্লা বাগানে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে, এহেন ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে পুরসভা অস্বস্তিতে। দুর্ঘটনাস্থলের ঠিক ঢিল ছোঁড়া দূরত্বে মসজিদ পার করতেই নজরে পড়বে অদ্ভুত নির্মাণ।
দু’পাশে দু’টি চারতলা ফ্ল্যাটের মধ্যে মাত্র ৮-১০ ফুটের এক ফালি গলি ছিল। তাতেই আড়াআড়িভাবে গজিয়ে উঠেছে চারতলা বহুতল। ফ্ল্যাটগুলি মোটামুটি ২৫০ বর্গফুটের। স্থানীয় এক বাসিন্দা জনৈক হাসান শেখ বলেন, দুটি বিল্ডিংয়ের মাঝে নর্দমা ছিল, তার ধার বরাবর বাড়িটি তৈরি হয়েছে। গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের এই ‘আশ্চর্য স্থাপত্যের’ বিষয়ে পুরসভার কাছে কোনও তথ্যই নেই। কার বাড়ি, ঠিকানা কী, কিছুই জানেই পুরসভার বিল্ডিং বিভাগ।
নিয়ম অনুযায়ী, দুটি বহুতলের মাঝে অন্তত চার ফুটের জায়গা ছাড়া উচিত। কিন্তু সেই ফাঁকে গজিয়ে উঠেছে আরও একটি চারতলা বাড়ি। পাঁচ ফুট চওড়া বহুতলটি দেখলে যে কেউ বলবেন, গোটা নির্মাণই অবৈধ। সকলের নজরে এলেও, এই অদ্ভুত বাড়িটি কলকাতা পুরসভার নজরে এখনও আসেনি।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটি রাজা নামক একজনের। জোয়ালা নামে এক প্রোমোটার সেটা বানিয়েছে। এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় প্রায় সাত-আটটি বাড়ি বেআইনিভাবে বানিয়েছেন ওই প্রোমোটার। কিন্তু, এ বাড়ির বাসিন্দাদের বক্তব্য কী? তাঁরা কার্যত প্রতিক্রিয়াহীন। কারও কোনও হেলদোল নেই। স্থানীয়দের দাবি, ওই তিনটি বাড়িটি কোনওটিরই অনুমোদন নেই।