রাজ্য বিভাগে ফিরে যান

যাদবপুরে BJP-তে কোন্দল, উপেক্ষার শিকার হয়ে বসে যাচ্ছেন আদি কর্মীরা?

March 21, 2024 | < 1 min read

যাদবপুরে BJP-তে কোন্দল, উপেক্ষার শিকার হয়ে বসে যাচ্ছেন আদি কর্মীরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুরে বিজেপির অন্দরে তুঙ্গে কাজিয়া। ইতিমধ্যেই আরম্ভ হয়েছে ভোটের প্রচার। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা কার্যত দিশেহারা। গেরুয়াপ্রার্থীকে নিয়ে বর্তমান জেলা সভাপতি ও তাঁর অনুগামীরা প্রচারে নামলেও, আদি বা পুরনো নেতা-কর্মীরা কোনও কর্মসূচিতে ডাক পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। নিচুতলার নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায়, একাংশ বসেই গিয়েছেন। যাদবপুরের কিছু নেতা-কর্মী অন্য সাংগঠনিক জেলার দায়িত্বে চলে গিয়েছেন। আগামী সপ্তাহে বৈঠকে বসছে নেতৃত্ব।

যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব, সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তর বিধানসভার পুরনো বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে শোনা যাচ্ছে। ভাঙড় বিধানসভায় বিজেপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে। ভাঙড়ের এক কর্মী বৈঠকে, অন্যান্য এলাকার বহু কর্মী গেলেও ভাঙড়ের মাত্র একজন ছিলেন। বিজেপির অন্দরে আমরা-ওরা সংস্কৃতি দানা বাঁধছে, যা ঘিরে চিন্তিত বিজেপি (BJP) নেতৃত্ব।

বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য, ভোটের বৈঠকে দলের অন্দরে অনেকেই ডাক পাচ্ছেন না। কর্মীদের সঙ্গে প্রার্থীর পরিচয়ই করানো হয়নি। বারুইপুর (Baruipur) পূর্বের কর্মীদেরও একই বক্তব্য। তাঁরা ডাক পাচ্ছেন না। দেওয়াল লেখার জন্য কিছু পুরনো বিজেপি কর্মীর হাতে মাত্র ৩০০ টাকা ধরিয়ে দেওয়া হয়। এতে অপমানিত বোধ করায় কর্মীরা বসে গিয়েছেন।

মাসখানেক আগেই যাদবপুর (Jadavpur) সাংগঠনিক জেলার কোন্দল প্রকাশ্যে আসে। মণ্ডল সভাপতির বদল নিয়ে বর্তমান জেলা সভাপতির সঙ্গে বিদায়ী সভাপতির অনুগামীদের ঝামেলা চলছে। একাধিক পদাধিকারী বসে গিয়েছে। অন্যদিকে, একাধিক সভাপতিকে মথুরাপুর সাংগঠনিক জেলা ও পুরুলিয়ার দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের বক্তব্য, গোষ্ঠী কোন্দলে বিজেপি জর্জরিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Anirban Ganguly, #Jadavpur constituency, #bjp, #Lok Sabha Election 2024

আরো দেখুন