অধীরকে নিয়ে কী বললেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিগেডের জনগর্জন সভায় নাম ঘোষণার পর এবার অধীর-গড় বহরমপুরে ফিরলেন প্রাক্তন নাইট তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। লোকসভা ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়তে বুধবার রাতেই বাংলায় এলেন কলকাতায় পৌঁছেছেন তিনি।
বাংলায় পা রেখেই সম্ভাব্য প্রতিদ্বদ্বী অধীর চোধুরী প্রসঙ্গে প্রশ্নে মুখ খুললেন ইউসুফ। বহরমপুরকে বাংলার রাজনীতিতে অধীরের গড় বলে ধরা হয়। সেখানেই এবার নির্বাচনী ময়দানে লড়ছেন ইউসুফ পাঠান। কংগ্রেসের থেকে আনুষ্ঠানিকভাবে বহরমপুর থেকে প্রার্থীর নাম ঘোষণা না হলেও, ধরেই নেওয়া হচ্ছে বহরমপুরে অধীর-ইউসুফ মুখোমুখি লড়াই হতে চলেছে। সেক্ষেত্রে তাঁর প্রতিপক্ষ অধীর প্রসঙ্গে প্রশ্ন করাতেই প্রায় অভিজ্ঞ রাজনীতিবিদের মতোই এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, ‘এখন কিছু বলব না। সময়ই কথা বলবে।’
তিনি আরো বললেন, ‘কলকাতায় ফিরে এসে আমার খুবই ভাল লাগছে।’ তিনি এও জানিয়ে দিলেন, দলীয় নেতৃত্বের সঙ্গে আগে বৈঠক করবেন এবং তারপরই স্থির করবেন আগামীতে কীভাবে এগোবেন।