রাজ্য বিভাগে ফিরে যান

বহরমপুরের ‘ঘূর্ণি পিচে’ ব্যাট করতে নেমেই সপাটে ব্যাট চালালেন ইউসুফ, জবাব দিলেন অধীরকে

March 21, 2024 | < 1 min read

বহরমপুরের ‘ঘূর্ণি পিচে’ ব্যাট করতে নেমেই সপাটে ব্যাট চালালেন ইউসুফ, জবাব দিলেন অধীরকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বঙ্গে অন্যতম বড় চমকের নাম ইউসুফ পাঠান। ক্রিকেট থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ। বহরমপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বলা যায়, রাজনীতির ময়দানে এটি তাঁর ডেবিউ ম্যাচ। বৃহস্পতিবারই তিনি প্রথম বার পা রাখেন বহরমপুরে।

নাম ঘোষণার পর থেকেই পাঠানকে বহিরাগত বলে আক্রমণ শুরু করেছিল বিরোধীরা। বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী ছিলেন সেই সম্মিলিত আক্রমণের পুরোভাগে।

বহরমপুরের (Berhampore) ‘ঘূর্ণি পিচে’ ব্যাট করতে নেমেই সপাটে ব্যাট চালালেন ইউসুফ (Yusuf Pathan)। বললেন, ‘‘আমাকে বহিরাগত বলা হচ্ছে। নরেন্দ্র মোদীও তো গুজরাতের বাসিন্দা হয়ে বারাণসী থেকে ভোটে লড়েন। কিন্তু ওঁকে কি বহিরাগত বলা হয়? আমিও গুজরাত থেকে বাংলায় এসেছি ভোটে লড়তে, তা হলে আমি কেন বহিরাগত হতে যাব! আমি বাংলারই ছেলে। এখানে থাকতেই এসেছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Adhir Ranjan Chowdhury, #Lok Sabha Election 2024, #Berhampore, #Yusuf Pathan

আরো দেখুন