রাজ্য বিভাগে ফিরে যান

এলাকাজুড়ে উচ্ছ্বাস আরামবাগের জোড়াফুল প্রার্থী মিতালি বাগকে ঘিরে

March 22, 2024 | < 1 min read

এলাকাজুড়ে উচ্ছ্বাস আরামবাগের জোড়াফুল প্রার্থী মিতালি বাগকে ঘিরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোট প্রচারে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে (Mitali Bag) ঘিরে উচ্ছ্বাস শুরু হয়েছে আরামবাগ। আরামবাগ (Arambag) তফসিলি জাতি, উপজাতি অধ্যুষিত লোকসভা। রাজ্যের জন কল্যাণমুখী প্রকল্প ওই অঞ্চলের অনগ্ৰসর শ্রেণির জীবন বদলে দিয়েছে। এলাকার অনগ্ৰসর শ্রেণির ২৭ হাজার মানুষ, ২০২৩-২৪ অর্থবর্ষে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, মেধাশ্রী, বার্ধক্য ভাতার মতো সুবিধা পেয়েছেন মানুষজন। জনতার আর্থ সামাজিক অবস্থার বদল ঘটছে। তৃণমূল প্রার্থী মিতালি বাগ অনগ্ৰসর শ্রেণির উন্নয়নের সেই চিত্রই প্রচারে তুলে ধরছেন। প্রার্থীকে ঘিরে মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, আরামবাগ এক দশক আগেও আর্থিকভাবে পিছিয়ে থাকা এলাকার মধ্যে ছিল। তৃণমূল (TMC) ক্ষমতায় আসার পর চিত্রের বদল শুরু হয়। অনগ্ৰসর শ্রেণির উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। রাজ্যের প্রকল্পের সুবিধা মেলায় অনগ্ৰসর শ্রেণি সামনের সারিতে উঠে এসেছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষাশ্রী, মেধাশ্রী ও ওয়েসিস প্রকল্প অনগ্ৰসর শ্রেণির ছেলেমেয়েদের উন্নয়ন ঘটিয়েছে। পড়ুয়ারা বার্ষিক বৃত্তি পাচ্ছে। বন্ধু ও জয় জোহার প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন।

দুয়ারে সরকার শুরু হওয়ায় মানুষজন উপকার পাচ্ছেন। রাজ্য সরকারের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের উন্নয়ন হচ্ছে। তৃণমূলের বক্তব্য, লোকসভা ভোটে এসবের প্রভাব পড়বে। তৃণমূল প্রার্থীর বক্তব্য, ২০১১ সালের পর থেকে আরামবাগের সার্বিক উন্নয়নের যাত্রা শুরু হয়। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। জমির ফসল সহজে মান্ডি থেকে বড় শহরে পাঠানো যাচ্ছে। ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। মিতালির মতো প্রার্থী পেয়ে অনগ্ৰসর শ্রেণির মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mitali Bag, #arambag, #Loksabha Election 2024

আরো দেখুন