রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র চতুর্থ দফার প্রার্থী তালিকাতেও নেই বাংলা, নিচুতলায় বাড়ছে ক্ষোভ

March 22, 2024 | < 1 min read

BJP-র চতুর্থ দফার প্রার্থী তালিকাতেও নেই বাংলা, নিচুতলায় বাড়ছে ক্ষোভ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি চার দফায় প্রার্থীদের নাম ঘোষণাও করে ফেলেছে। কিন্তু বাংলার তেইশ আসনে প্রার্থী ঘোষণা এখনও বাকি। এই আবহে বাংলার নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কবে প্রার্থী ঘোষণা হবে, কবে প্রচার হবে, কবে ঠিক হবে কৌশল? চিন্তায় বিজেপির কর্মীরা। কার্যত দিশেহারা তাঁরা।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) চতুর্থ প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। তামিলনাড়ুর ১৪ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির এক লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে তালিকায়। দ্বিতীয় ও তৃতীয় তালিকার মতো এবারেও ব্রাত্য বাংলা। ২ মার্চ প্রথম প্রার্থিতালিকায় ১৯৫ জন প্রার্থীর মধ্যে বাংলার ২০ জনের নাম ঘোষণা করেছিল বিজেপি। ১৩ মার্চ দ্বিতীয় তালিকায় ৭২ জন প্রার্থীর মধ্যে বাংলার কারও নাম ঘোষিত হয়নি। ৩৯ জনের তৃতীয় তালিকাতেও বাংলার কেউ ছিলেন না। আজও তাই-ই হল।

অন্যদিকে, প্রথম প্রার্থীতালিকায় আসানসোলের ঘোষিত বিজেপি প্রার্থী পবন সিংহ ভোট থেকে সরে দাঁড়ান। এ রাজ্যের ২৩ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা এখনও বাকি। অন্যদিকে, ভোট শুরু হতে এক মাসের চেয়েও কম সময় বাকি। বিজেপি কর্মীরা শঙ্কায়, প্রচার নিয়েও তাঁদের চিন্তা বাড়ছে। নিচুতলায় একটাই প্রশ্ন, প্রার্থীদের কবে চিনবেন ভোটদাতারা। ক্রমশ তাঁদের আগ্রহ ও মনোবল কমছে। বিজেপির একাংশের মতে, জয়ের সম্ভাবনা এতে জটিল হয়ে পড়ছে। প্রার্থী দিতে বিলম্ব হওয়ায় প্রচারে অন্য দল তা তুলে ধরছে, যা বিজেপির দুর্বলতা বলে চিহ্নিত হচ্ছে। ক্রমে কঠিন হচ্ছে বঙ্গে বিজেপির ভোটের অংক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #fourth phase, #West Bengal, #bjp

আরো দেখুন