উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারের মদনমোহনের দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে

March 22, 2024 | < 1 min read

কোচবিহারের মদনমোহনের দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রঙের উৎসব আসন্ন, কোচবিহারের (Cooch Behar) মদনমোহনের দোল উৎসবের (Madan Mohan Dol Festival) প্রস্তুতি এখন তুঙ্গে। দোল উৎসবকে ঘিরে মন্দিরকেও সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। এবারের মদনমোহনের দোল উৎসবে বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। ২৪ মার্চ বহ্ন্যুৎসবের মধ্যে দিয়ে দোল উৎসবের সূচনা হবে। রাসমেলা মাঠে প্রথা মেনে বুড়ির ঘর পোড়ানো হবে। দোল উৎসব উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মদনমোহন ঠাকুর মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করবেন। দোলযাত্রা উপলক্ষ্যে এবার ২০ কেজি ভেষজ আবির আনা হচ্ছে মন্দিরে। মদনমোহন ও দেবত্তোর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা অন্যান্য মন্দির থেকে আসা দেবতারাও মাতবেন দোল উৎসবে।

জানা গিয়েছে, ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় মদনমোহন, তাঁর আশপাশ, ডাঙ্গরআই, রাজমাতা মন্দিরের বিগ্রহরা মদনমোহন মন্দির থেকে পালকি চেপে রাসমেলা ময়দানে যাবেন। তারপর মন্দিরে মদনমোহনের অধিবাস সম্পন্ন হবে। ২৫ মার্চ দোলযাত্রার পুজো হবে। সকাল ৮টা ৪২ মিনিটে পুজো অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ২০ মিনিটে সন্ধি দোল অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ উপলক্ষ্যে বাণেশ্বর ও ষাণ্ডেশ্বর দেবতা মদনমোহন মন্দিরে আসবেন। তারপর থেকে বাণেশ্বর ও ষাণ্ডেশ্বর মদনমোহন মন্দিরে অধিষ্ঠান করবেন। রাজমাতা ও ডাঙ্গরআই বিগ্রহ মন্দিরে ফিরে যাবেন। ২৭ মার্চ বিকেলে ভোগ শেষে, বাণেশ্বর ও ষাণ্ডেশ্বর তাঁদের মন্দিরে ফিরে যাবেন। ৩০ মার্চ সকাল ১০টায় পঞ্চম দোলের মাধ্যমে মদনমোহনের দোলযাত্রা শেষ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madan Mohan Dol festival, #North Bengal Tourism, #cooch behar

আরো দেখুন