দেশ বিভাগে ফিরে যান

কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে নির্বাচন কমিশনে ঐক্যবদ্ধ INDIA জোটের প্রতিনিধিদল

March 22, 2024 | 2 min read

কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে নির্বাচন কমিশনে ঐক্যবদ্ধ INDIA জোটের প্রতিনিধিদল। ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির তলব “বেআইনি” ও “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”, বলেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁর গ্রেপ্তারির পর সেই সুর শোনা গেল ইন্ডিয়া জোটের নেতাদের কণ্ঠেও। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিরোধী জোটের নেতানেত্রীরা।

ভোটে নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেপ্তারির পর সেই কমিশনের সঙ্গে বৈঠক করলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা। বৈঠকের পর বেরিয়ে তাঁরা জানালেন, এই ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। কারণ, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে আসলে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে শুক্রবার বেলা ৫টা নাগাদ বিরোধী INDIA জোটের একটি দল নির্বাচনে কমিশনে যান। তারা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করেন। এই দলে ছিলেন কেসি ভেনুগোপাল, ডঃ অভিষেক মনু সিংভি (আইএনসি), ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক (তৃণমূল কংগ্রেস ), সীতারাম ইয়েচুরি (সিপিআই এম), সন্দীপ পাঠক (আপ), জিতেন্দ্র আওহাদ (এনসিপি এসপি), পি উইলসন (ডিএমকে) এবং জাভেদ আলী (এসপি)।

এদিন INDIA জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে যে আবেদনগুলি জানিয়েছে তার সারাংশ:

১. EC অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। কারণ তারা না করলে তা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে

২. সংবিধান সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করার ক্ষমতা EC-র রয়েছে। এই শক্তি ব্যবহার করার আবেদন জানানো হয়েছে।

৩. এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতার নির্লজ্জ, নির্লজ্জ ব্যবহার দেখিয়েছে (স্মারকলিপিতে দেওয়া একাধিক উদাহরণ)।

৭৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ:

  • প্রথমবার একজন বর্তমান মুখ্যমন্ত্রী গ্রেপ্তার
  • জেএমএমের কার্যকরী সভাপতি গ্রেপ্তার
  • কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি জব্দ করা হয়েছে৷
  • তৃণমূল কংগ্রেসকে টার্গেট করার একাধিক উদাহরণ
    ২৪ ঘন্টায় ৩ বার পশ্চিমবঙ্গের ডিজি বদল
  • সমস্ত অ-বিজেপি দল থেকে একাধিক উদাহরণ

৪. কেন ক্ষমতাসীন দলের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ১০০% পক্ষপাতিত্ব হচ্ছে বলে দাবি করা হয়েছে।

৫. নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, তাই EC-কে কেন্দ্রে ক্ষমতায় থাকা দলটির ইচ্ছাকৃত ও অশুভ কর্মকাণ্ড থেকে রক্ষা করতে হবে যারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করছে।

৬. গ্রেপ্তার করার ক্ষমতা থাকা মানেই যে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা আছে, তা নয়, এই আবেদন জানানো হয়েছে

৭. “নির্বাচনের সময়কাল নিরপেক্ষ, পক্ষপাতশূন্য, বৈষম্যহীন হওয়া উচিত” (এটি ২০১৯ ইসির সার্কুলার বলেছে)। এটির বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে

৮. EC যদি পুলিশ, রাজ্যের আধিকারিকদের বদলি করতে পারে তবে কেন্দ্রীয় সংস্থার অফিসারদের কেন নয়, এই আবেদন জানানো হয়েছে।

৯. সংবিধানের ৩২৪ ধারা EC কে সমস্ত ক্ষমতা দেয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইডি, সিবিআই, আইটি, ইত্যাদি থেকে ক্রিয়াকলাপ কমাতে এটি ব্যবহার করার আবেদন জানানো হয়েছে

১০. বলা হয়েছে যে INDIA জোট থেকে অনেক দল মিলিয়ে তৈরী। তারা কেউ কেউ নিজেদের রাজ্যে একে অপরের বিরোধিতা করে। কিন্তু এদিন তারা নির্বাচন কমিশনে ঐক্যবদ্ধভাবে এসেছে গণতন্ত্র বাঁচাতে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #Election Commision of India, #INDIA alliance, #Arvind Kejriwal Arrested

আরো দেখুন