ভোটের মুখে ফের এক IPS-র ইস্তফা, প্রসূনের পর দেবাশিসও রাজনীতিতে?
কিছু দিন আগেই আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেছেন। তিনি মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন আরও এক পুলিশ আধিকারিকের। এতেই তুঙ্গে জল্পনা, আরও এক আইপিএস আসবেন রাজনীতির ময়দানে?
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠান আইপিএস অফিসার দেবাশিস ধর। ইস্তফাপত্রে কারণ ব্যক্তিগত বলে জানানো হয়েছে। জোর জল্পনা, রাজনীতিতে নামতে পারেন আইপিএস দেবাশিস ধর। লোকসভা ভোটে তিনি প্রার্থী হবেন কিনা? তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে।
কোচবিহারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন আইপিএস দেবাশিস ধর। একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচির ভোটকেন্দ্রে সিআইএসএফের গুলিতে ৬ জন সাধারণ গ্রামবাসীর মৃত্যু ঘটে, এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেনশন প্রত্যাহার করা হলেও, তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয়। শীতলকুচি কাণ্ডের তদন্তে সিআইডি দেবাশিস ধরকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকারও অভিযোগে, তদন্তও চলছিল বলেও জানা যাচ্ছে।
বৃহস্পতিবার তাঁর ইস্তফা নানান জল্পনার জন্ম দিয়েছে। ওয়াকিবহাল মহলের মত, পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে নামছেন দেবাশিস ধর। উত্তর মিলবে শীঘ্রই।