রাজ্য বিভাগে ফিরে যান

বৃষ্টি-দুর্যোগ উপেক্ষা করে প্রচার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের তৃণমূল প্রার্থীদের

March 22, 2024 | < 1 min read

বৃষ্টি-দুর্যোগ উপেক্ষা করে প্রচার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের তৃণমূল প্রার্থীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃষ্টি-দুর্যোগ উপেক্ষা করেই বুধবার প্রচারে নেমে পড়লেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা (Gopal Lama)। উত্তরবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির মধ্যেই দলের নেতা-কর্মীদের নিয়ে নেমে পড়লেন জোড়াফুল প্রার্থী। পদযাত্রা, বাইক র‌্যালি, কর্মিসভা করলেন। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ দিনেও প্রচার ছিল জমজমাট।

নিম্নচাপের কারণে মঙ্গলবার রাত থেকে শিলিগুড়ির (Siliguri) আকাশ ছিল মেঘলা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুরেও বৃষ্টি চলে, বিকেলো বৃষ্টি থামলেও ঠান্ডা হাওয়া চলে। দিনভর ভোটের প্রচার চালিয়েছেন দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। নকশালবাড়িতে বাইক র‌্যালি, কলসযাত্রা ও মন্দিরে পুজো দেন।

কোচবিহারের হালও ছিল একই রকম। কোচবিহারের (Cooch Behar) তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা (Jagadish Chandra Verma) বসুনিয়া ছাতা মাথায় দিয়ে পুণ্ডিবাড়ি-সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন। ছাতামাথায় প্রচার করেন বামফ্রন্ট প্রার্থী নীতীশ রায়। আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি ছিল। বৃষ্টি মাথায় নিয়ে কালচিনি ব্লকে ভোটের প্রচার চালান তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক (Prakash Barik)। বৃষ্টি মাথায় করেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রচার চালান তৃণমূল প্রার্থী। ক্রান্তি মোড়, বারোঘড়িয়া, গঙ্গাদেবী-সহ বিভিন্ন জায়গায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #bjp, #tmc, #cooch behar, #Loksabha Election 2024, #Jagadish Chandra Verma, #Gopal Lama

আরো দেখুন