অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, সতর্ক করল পুলিশ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অনেক সময় এটিএমে টাকা বের হয় না। অথচ, ডেবিট এসএমএস চলে আসে। পরে সেই টাকা আবার রিভার্সড হয়ে যায়। অর্থাৎ, পুনরায় ক্রেডিট হয়ে যায়। সামনে এসেছে নয়া কায়দায় এটিএম জালিয়াতি! তদন্তে নেমে ঘটনার কিনারা করল বিধাননগর পূর্ব থানা। পাঞ্জাব থেকে মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম জুয়েল। পাঞ্জাবের লুধিয়ানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে শুক্রবার সল্টলেকে নিয়ে আসা হয়। এদিন তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃত যুবক জেরায় জানিয়েছে, সে পাঞ্জাবের বহু গ্রাহকের এটিএম কার্ড জোগাড় করেছিল। সেই কার্ড দিয়ে সল্টলেকের একটি এটিএম থেকে টাকা তুলত। যেখান দিয়ে টাকা বের হয়, মেশিনের ওই অংশটি সে ধরে থাকত। কখনও পেনন্সিল দিয়ে আটকে দিত। ওই ফ্লিপ অংশটি বন্ধ না হলে মেশিন মনে করে, ট্রানজাকশন হয়নি। অর্থাৎ, টাকা বের হয়নি। ফলে রিভার্সড হয়ে যায় টাকা। বাস্তবে টাকা মেশিন থেকে বেরিয়েও এসেছে এবং সে তুলেও নিয়েছে।